অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট।। জার্মান ক্লাব শালকে থেকে আগামী মৌসুমের জন্য ধারে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েসটন ম্যাককেনিকে দলে টেনেছে ইউভেন্তুস। চুক্তিতে মৌসুম শেষে তাকে কিনে নেওয়ার সুযোগও রেখেছে ইতায়িলান সেরি আর দলটি ধারের। এই সময়ে ইউভেন্তুসকে গুনতে হবে ৪৫ লাখ ইউরো। আর ২২ বছর বয়সী এই ফুটবলারকে স্থায়ীভাবে দলে পেতে এর সঙ্গে আরও দুই কোটি ৫৫ লাখ ইউরো যোগ করতে হবে বলে শনিবার এক বিবৃতিতে জানায় তুরিনের দলটি।
যুক্তরাষ্ট্রের প্রথম ফুটবলার হিসেবে ইউভেন্তুসের হয়ে খেলতে যাচ্ছেন ম্যাককেনি। যুক্তরাষ্ট্রের এফসি ডালাসের যুব দলে ক্যারিয়ার শুরু করা ম্যাককেনি টিনএজার হিসেবে যোগ দেন শালকের একাডেমিতে। বুন্ডেসলিগার দলটির হয়ে ৯১ ম্যাচে করেছেন পাঁচ গোল।