সপ্তাহে তিনদিন আগরতলা-বেঙ্গালুরু সরাসরি বিমান উড়াবে ইন্ডিগো

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট৷৷ আগরতলা থেকে বেঙ্গালুরু সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে৷ আগামী ১০ সেপ্ঢেম্বর থেকে সপ্তাহে তিনদিন ইন্ডিগো-র একটি বিমান ওই পরিষেবা দেবে৷ করোনা-প্রকোপে লকডাউনের পরিপ্রেক্ষিতে বিমান পরিষেবায় ভয়ংকর প্রভাব ফেলেছে৷

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে এয়ার এশিয়া আগরতলা থেকে পরিষেবা গুটিয়ে নিয়েছে৷ দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত তারা আগরতলায় পরিষেবা চালু করবে না বলে সাফ জানিয়েছে৷ এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো-ই ত্রিপুরাবাসীর একমাত্র ভরসা৷

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এক টুইট বার্তায় জানিয়েছে, আনলক প্রক্রিয়ার অন্তর্গত আগামী ১০ সেপ্ঢেম্বর থেকে ইন্ডিগো আগরতলা-বেঙ্গালুরু রুটে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে৷ সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ওই বিমান চলবে৷

তাতে কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না৷ সূচি অনুযায়ী বেঙ্গালুরু থেকে আগরতলার উদ্দেশ্যে বিমান ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে এবং ওই বিমান আগরতলায় পৌঁছাবে ১১টা ৪৫ মিনিটে৷ ওই বিমান সাড়ে বারোটায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড়ে যাবে৷ আপাতত ২২ অক্টোবর পর্যন্ত ওই সূচি নির্ধারিত হয়েছে৷ প্রসঙ্গত, বর্তমানে আগরতলা থেকে ৬টি বিমান পরিষেবা দিচ্ছে৷ এয়ার ইন্ডিয়া-র একটি এবং ইন্ডিগো-র ছয়টি বিমান যাত্রী পরিষেবা দিচ্ছে৷

তাতে কলকাতার জন্য চারটি, গুয়াহাটির জন্য একটি এবং সরাসরি দিল্লির জন্য একটি বিমান রয়েছে৷ বেঙ্গালুরুর বিমান শুরু হলে আগরতলায় সাতটি বিমান উভয়দিকে পরিষেবা দেবে৷ বিমানবন্দর সুত্রের খবর, খুব শীঘ্রই চেন্নাইয়ের জন্য বিমান পরিষেবা শুরু হবে৷ তবে ওই বিমান কলকাতা কিংবা গুয়াহাটি হয়ে চেন্নাই যাবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?