স্টাফ রিপোর্টার, কমলাপুর, ৩০ আগস্ট।। কমলপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সূর্য পাড়ায় এক পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সূর্য পাড়ায়। খবর দেওয়া হয় থানায় ।
পুলিশ ও টি এস আর বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। নিস্ক্রিয় করা হয় বোমাটিকে। জানা গেছে বাড়িটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। রবিবার বাড়ির মালিক কয়েকজন শ্রমিক দিয়ে বাড়ির জঙ্গল পরিস্কার করাচ্ছিলেন ।তখন শ্রমিকরা বোমাটি দেখতে পায়।
তবে বোমাটি দেখে মনে হচ্ছিল পুরানো। ধারণা করা হচ্ছে নির্বাচনের সময় এই বোমাটি হয়তো দুস্কৃতিরা অশান্তি ছড়ানোর জন্য সেখানে রেখেছিল।