স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। রাজ্যজুড়ে করোনার প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন যাবত পশ্চিম জেলায় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। অথচ এখনো একাংশ মানুষ দায়িত্বজ্ঞান হিনের মতো চলাফেরা করছে।
শনিবার রাজধানীর লেইক চৌমুহনী বাজারে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, এমতাবস্থায় করোনা মোকাবেলায় অত্যন্ত জরুরি মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু কোনটাই মানা হচ্ছে না লেইক চৌমুহনী বাজারে। ক্রেতা থেকে বিক্রেতা কেউই সামাজিক দূরত্ব বজায় রাখছে না। এমনকি অনেকে মাস্ক লা লাগিয়ে বাজারে চলে এসেছে। কেউ কেউ আবার মাস্ক সাথে নিয়ে এসেছে, কিন্তু সঠিক ভাবে মুখে মাস্ক ব্যবহার করেনি।
কেউ কেউ আবার মাস্ক না লাগিয়ে বিনা কারনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। এতে করে পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারন করতে পারে তা বলাই বাহুল্য। অভিজ্ঞ মহলের মতে সহসাই প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। বাজার গুলিতে প্রশাসনের নজরদারি আবশ্যক বর্তমান পরিস্থিতিতে।