স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এ রবিবার যুবশক্তি সামাজিক সংস্থা নামে একটি সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৩০জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যায়া নীতি দেব। রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন এ ধরনের সামাজিক কাজকর্মের অন্যান্যদের কেউ এগিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্ত সংকটের কারণে রাজ্যের চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।রক্তের যোগান নিশ্চিত করার জন্য বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক সংস্থা সহ অন্যান্যদের রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব।যুব শক্তি সামাজিক সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করায় তাদের ভূয়শী প্রশংসা করেন তিনি।
মুখ্যমন্ত্রী যাইয়া বলেন এ ধরনের সামাজিক কাজকর্মের এগিয়ে আসায় স্বেচ্ছাসেবী সংগঠন গুলির অন্যতম দায়িত্ব ও কর্তব্য।শুধুমাত্র রক্তদান শিবির সংগঠিত করাই নয় বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।