স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।। আগরতলা প্রেসক্লাবে লায়ন্স ক্লাবের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে লায়ন্স ক্লাবের ২৫জন সদস্য স্বেচ্ছায় রক্ত দান করেন।রক্ত দানের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে লায়ন্স ক্লাবের সম্পাদক জানান করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে.।ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট মোকাবেলার জন্যই আগরতলা লায়ন্স ক্লাব রক্তদান শিবিরের এই উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী দিনগুলিতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করা হবে বলে লায়ন্স ক্লাবের সম্পাদক জানিয়েছেন।রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের মজুদ মজবুত করার লক্ষ্যে অন্যান্য ক্লাব ,স্বেচ্ছাসেবী সংগঠন ,সমাজসেবী সংগঠন এবং ব্যক্তিবর্গকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। আগরতলা প্রেসক্লাবের এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেছে বিভিন্ন মহল।