স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। ১৯৯৪ সালের ১৩ ফেব্রুয়ারি নিসংশ ভাবে খুন হয় জিরানিয়া ব্লক এনএসইউআই কমিটির সাধারন সম্পাদক সুহাস গন। খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পূর্বচাম্পামুড়া নিজ বাড়িতে খুন হন তিনি। এই ঘটনার পর হাওড়া নদী দিয়ে বহু জল গড়িয়ে গেছে, কিন্তু ন্যায় বিচার পায়নি মৃতের পরিবার।
এই হত্যার ঘটনার সাথে জড়িতদের এখনো কোন শাস্তি হয়নি। তাই অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হল মৃতের ভাই হিমাংশু গন। এইদিন তিনি আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের নিকট দাবি জানান ওনার ভাইয়ের হত্যাকারিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য।