স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।। রাজধানী আগরতলা শহরের বিজয় কুমার চৌমুহনীতে একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা যায় দোকানের টিনের ছাউনি কেটে চোরেরা ঘরে ঢুকে জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়। রাতে অবশ্য কেউ চোরের ঘটনা টের পাননি।রবিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন দোকান ঘরের ভিতরে জিনিসপত্র সব লন্ডভন্ড অবস্থায় রয়েছে।
তখনই তিনি লক্ষ্য করেন ওপরের দিকে টিনের ছাউনি কেটে চুরেরা ভিতরে প্রবেশ করেছে। দোকান থেকে কিছু টাকা-পয়সা সিগারেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। এব্যাপারে দোকানের মালিক থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের কোনো সংবাদ নেই।
রাজধানী আগরতলা শহরের বিজয় কুমার চৌমুহনীতে দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।খোদ রাজধানী আগরতলা শহর এলাকায় একের পর এক এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন তোলা হচ্ছে। রাতে রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় নিরাপত্তা কর্মীদের বাড়ানোর জন্য দাবি উঠেছে।