স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। দীর্ঘ অভিযোগের পর শনিবার বিকালে রাজধানীর মহারাজ গঞ্জ বাজারে অভিযান চালিয়ে বড় সাফল্য পূর্ব থানার পুলিশ এবং আবগারি দপ্তরের। এইদিন মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে চলে এই অভিযান। অভিজানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে দেশি মদ।
এদিন পুলিশ সারিবদ্ধ বেশ কিছু দোকানে তালা ভেঙে উদ্ধার করে এই দেশি মদ সহ কিছু খালি মদের বোতল। পুলিশ এই ধরনের অভিযানে এইদিন বাজারের একপ্রকার চোরা মদ বিক্রেতাদের মধ্যে শুরু হয়দৌড়ঝাড।
তবে পুলিশের এই ধরনের অভিযানের পর মহকুমা পুলিশ আধিকারিক জানান, যদি গোপন সুত্রে কারোর কাছে কোন ধরনের চোরা পথে মদ বিক্রি এবং প্রাচারের খবর থাকে তাহলে পুলিশকে যাতে অবশ্যই জানানো হয়। পুলিশ অভিযান চালিয়ে কঠোর আইনত ব্যবস্হা গ্রহণ করবে।