স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৯ আগস্ট।। <br>
শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ রাজীব নস্কর নামে ৩১ বছরের এক যুবক। ঘটনা কলমচৌড়া থানাধীন বেলুয়ারচর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রানির বাজার এলাকার যুবক রাজীব লস্করের সাথে বেলুয়ারচর এলাকার গীতা লস্করের গত ১০ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়।
বর্তমানে তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে গীতা লস্করের সাথে ওই এলাকার শিপন দাস নামে এক যুবকের সাথে অবৈধভাবে সম্পর্ক শুরু হয়। তাদের অবৈধ সম্পর্ক জানতে পারে এলাকার লোকজন। ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মধ্যে সালিশি সভা করা হয়। এদিকে স্ত্রীর সাথে শিপন দাস নামক এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কের ঘটনাটি টের পেয়ে রাজীব তার স্ত্রীকে বুঝানোর চেষ্টা করে কিন্তু রাজীবের কোন কথাই শোনেননি রাজীবের স্ত্রী গীতা লস্কর।
শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাজীব। এদিকে রাজীবের স্ত্রী গীতা লস্কর বাড়ি ছেড়ে বেলুয়ারচর স্থিত বাবার বাড়িতে আশ্রয় নেয়। স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় অপমানে রাজীব বেশ কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যারও চেষ্টা করে এবং বেশ কয়েকদিন আগরতলা জিবি হাসপাতাল চিকিৎসারত অবস্থায় থাকে রাজীব। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত ২রা আগস্ট সে সোজা চলে যায় ভেলুয়ারচর স্থিত শ্বশুর বাড়িতে অর্থাৎ তার স্ত্রীর কাছে এবং কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার পর গত ১৯শে আগস্ট রাজীবের শ্বশুরবাড়ি থেকে রাজীবের বাড়িতে খবর আসে রাজীবকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত বক্সনগর কলমছৌড়া থানা এবং রানির বাজার থানাতে মিসিং ডায়েরি করা হয়।
কিন্তু আজ ১২ দিন অতিক্রান্ত হয়ে গেল রাজীবের কোন প্রকার খোঁজ না পাওয়ায় রাজীবের পরিবারের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। রাজীবের পরিবারের পক্ষ থেকে এই ঘটনা পেছনে রাজীবের স্ত্রী এবং শিপন দাসকেই সম্পূর্ণভাবে দায়ী করা হয়। তাদের দাবী স্ত্রী এবং শিপন দাস মিলে রাজীবকে খুন করেছে। এদিকে রাজীবের পরিবারের অভিযোগ পুলিস এবিষয়ে কোন তদন্ত শুরু করছে না।