বিশালগড়ের সীমান্ত এলাকার গ্রামগুলিতে কাজ ও খাদ্য নেই, সমস্যায় লোকজন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ আগস্ট।। বিশালগড় এর মধুপুর ফুলতলী এবং মতিনগর সীমান্ত এলাকার গ্রামগুলিতে কাজ নেই, খাদ্য নেই। তাতে সমস্যায় পড়েছেন প্রায় ৯০ টি পরিবারের লোকজন। ওইসব পরিবারের অনাহার-অর্ধাহারে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।লক ডাউন ঘোষণার পর থেকেই এসব এলাকায় বসবাসকারী জনগণ কাজ ও খাদ্যের অভাবে চরম সংকটের মুখোমুখি হয়েছেন।

এসব বিষয়ে স্থানীয় জনগণের তরফ থেকে ব্লগ কর্তৃপক্ষ সহ রাজ্য সরকারের নজরে আনা হয়েছে।কিন্তু সরকার ও প্রশাসনের তরফে এইসব এলাকার গরিব মানুষের পাশে দাঁড়ানোর তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।সীমান্ত লাগোয়া এইসব এলাকার জনগণ চরম সমস্যার মুখে পড়ে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হন।তারা শুক্রবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়ে অবিলম্বে এলাকায় কাজ ও খাদ্যের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।সীমান্ত এলাকায় বসবাসকারী ওইসব এলাকার জনগণ আরো জানিয়েছেন তাদের বহু পরিবারের কৃষি উপযোগী জমি কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে রয়েছে।লক ডাউন ঘোষণার পর থেকে সীমান্তের এপারে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে কৃষি কাজ করতে সময় মত কাঁটাতারের গেট খুলে দেওয়া হচ্ছে না।

ফলে কৃষকরা ফসল ফলাতে পারছেন না।আবার অনেক ক্ষেত্রে উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপারে নিয়ে আসতে পারছেন না।এই জটিল সমস্যা সমাধানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে দাবি জানিয়েছেন ওই সব এলাকায় বসবাসকারী কৃষিজীবী অংশের মানুষজন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?