স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৯ আগস্ট।। বন্ধুদের সাথে লেইকে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক। উদ্ধার করা যায়নি দেহ। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস। আনা হয়েছে এনডি আর এফ টিমকেও। চলছে উদ্ধার কাজ। ঘটনার বিবরণে প্রকাশ ধর্মনগর থেকে ছয় বন্ধু মিলে শনিছড়া স্থিত ডিডাব্লু এস এর লেইকে যায়। সুবিশাল লেইকটি দেখতে খুব সুন্দর।
দুপুরে জল খেলার উদ্দেশ্য এই বন্ধুদের মধ্যে দুই জন মৃগাংক ভট্টাচার্য ও সঞ্জিত সিনহা লেইকের মধ্যে থাকা একটি ড্রামের বোট আনতে সাতার দিয়ে যায়। সে সময় তাদের মধ্যে প্রতিযোগিতা চলে কে কতো তাড়াতাড়ি বোটের কাছে যেতে পারে। সে সময়েই সঞ্জিত সিনহা জলে তলিয়ে যায়। তখন তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ এরপর দমকল ও ঘটনা স্থলে গিয়ে উদ্দার কাজ শুরু করে। জলে গভীরতা বেশী থাকায় শেষ পর্যন্ত এনডি আর এফ টিমকে খবর দেওয়া হয়। অন্ধকারে মধ্যে যুবকের উদ্ধার করা যাবে কিনা তাতে সন্দেহ রয়েছে।