স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট।। প্রতিদিন রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই নিরিখে বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সদ্য দেখা গেছে পশ্চিম জেলায় আক্রান্তের সংখ্যা সব চাইতে বেশী। এই অবস্থায় উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় প্রতিদিন মৃত্যু অব্যাহত রয়েছে করোনায় আক্রান্ত হয়ে। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে সাক্ষাৎ করতে যায় বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে বাম পরিষদীয় দল।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করে করোনা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেড়িয়ে এসে সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন কোন বাড়ি বা এলাকাতে করোনা আক্রান্ত হলেই সেই এলাকাকে কন্টেইনমেন্ট করা হচ্ছে। গোটা এলাকায় কেউ প্রবেশ করতে পারছে না।
যে কারনে এই সমস্ত এলাকার মানুষজন সমস্যায় পড়ছে। এই বিষয়ে সরকারকে ভাবতে হবে। এতে করে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটাচ্ছে। যা আইন সৃঙ্খলা বিনষ্ট করতে পারে। কন্টেইনমেন্টে গোটা এলাকাকে না এনে কিছু বাড়ি নিয়ে করার দাবি জানান বিরোধী দলনেতা। যাদের অবস্থা খারাপ তাদের খাদ্য সামগ্রী তুলে দিতে হবে সরকারী উদ্যোগে।
এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সদর্থক সাড়া দিয়েছে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। ইতিমধ্যেই মুখ্যসচীবকে নির্দেশ দেওয়া হয়েছে হোমআইসোলেশনে আছেন তাদের তথ্য সংগ্রহ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে করে যাতে দেরী না হয়ে যায় সেই বিষয়ে নজর দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। আগরতলার অবস্থা খুব উদ্বেগ জনক। তাই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করে করোনার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা।
ব্যপক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পোষ্টার ও লিফলেট প্রদান করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। সমস্ত রাজনৈতিক দলকে একত্রে সমাজকে রক্ষা করার স্বার্থে যুক্ত করার দাবি জানানো হয়। আরো বেশী করে মুখ্যমন্ত্রীর বক্তব্য রেকডিং করে টিভি ও রেডীওর মাধ্যমে প্রচার করার দাবি জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা ।
একই সঙ্গে অন্যান্য দলের নেতাদের বক্তব্যও প্রচারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী সহমত পোষণ করেছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। আর্থিক ক্ষেত্রে রেগা ও টুয়েপের কাজ বাড়ানোর পাশাপাশি সঠিক ব্যক্তিকে পার শ্রমিক প্রদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধায়ক তপন চক্রবর্তী, বাদল চৌধুরী, শহীদ চৌধুরী।
মানুষের হতাশা কাটিয়ে সরকারের প্রতি আত্ম বিশ্বাস ফিরিয়ে আনতে জোর দেওয়ার আহ্বান জন্য বিশেষ ভাবে বলা হয়েছে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার।