সংখ্যালঘু সম্পদায়ের জন্য গৃহীত প্রকল্প রূপায়ণে দপ্তরকে গুরুত্ব দিতে বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। রাজ্যের সংখ্যালঘু জনগণের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্পসমূহ আরও সঠিকভাবে রূপায়ণের জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে৷ নজর দিতে হবে রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষনাবেক্ষণেও৷ আজ মহাকরণের ২নং সভাকক্ষে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের এক পর্যালোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন রাজ্যের সংখ্যালঘু সম্পদায়ের শিক্ষার্থীদের শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ এই কাজে তাদের অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে৷ পাশাপাশি তিনি সংখ্যালঘু সম্পদায়ের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন নিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার উপরও গুরুত্ব-আরোপ করেছেন৷ সভায় দপ্তরের কাজকর্মের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সচিব সহদেব দাস৷

তিনি জানান, ২০১১ সালের আদমসুুমারী অনুযায়ী রাজ্যে মুসলিম, খিস্টান, শিখ, বৌদ্ধ ও জৈন এই পাঁচ সম্পদায়ের মোট ৬ লক্ষ ৩২৩৯ জন মানুষ রাজ্যে বসবাস করছেন৷ যা রাজ্যের জনসংখ্যার ১৬.৪ শতাংশ৷ পর্যালোচনা সভায় দপ্তরের সচিব আরও জানান, প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম যোজনায় মূলত বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইত্যাদি কাজ করা হয়৷ এ প্রকল্পে প্রথম থেকে এখন পর্যন্ত মোট ৫০৪৪টি প্রকল্প ম’র করা হয়েছে৷ এরমধ্যে ৪৬৮১টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে৷ ৩৪৭টি প্রকল্পের কাজ চলছে৷ তিনি জানান, এই প্রকল্পে ২৫২০ জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দেবার জন্য চিহ্ণিত করার হলেও এখন পর্যন্ত প্রশিক্ষন দেওয়া হয়েছে ২২৫০ জনকে৷ কম্পিউটার প্রশিক্ষনের জন্য ১৮,১০৯ জনের ম’রী পাওয়া গেছে তার মধ্যে এখন পর্যন্ত প্রশিক্ষন দেওয়া হয়েছে ১১,৬৩১ জনকে৷ এ প্রকল্পে ২০১৯-২০ অর্থবর্ষে নতুন অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মাণ, স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, হোস্টেল নির্মাণ, কম্পিউটার সরবরাহ ইত্যাদির জন্য মোট ৫৯৯৮.৭৭ লক্ষ টাকার ৬৩৪টি প্রস্তাবিত প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে৷

সি এস এস স্কলারশীপ প্রকল্পে গত ২০১৯-২০ অর্থবছরে ৫১ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৩৫১০ জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রি-ম্যাট্রিক স্কলারশীপ প্রদান করা হয়েছে৷ ২০১৯-২০ অর্থবছরে পোস্ট ম্যাট্রিক স্কলারশীপ দেওয়া হয়েছে ১০৬৯ জনকে৷ ব্যয় হয়েছে ৭৩.১২ লক্ষ টাকা৷ স্টেট স্কীমে ২০১৯-২০ অর্থবছরে প্রি ম্যাট্রিক স্কলারশীপ দেওয়া হয়েছে ৮৪৯১ জনকে৷ ব্যয় হয়েছে ৩৬.৮৬ লক্ষ টাকা৷ ২০১৯-২০ অর্থবছরে পোষ্ট-ম্যাট্রিক স্কলারশীপ দেওয়া হয়েছে ৮৫২ জনকে৷ ব্যয় হয়েছে ৫.৫৪ লক্ষ টাকা৷ ২০১৯-২০-এ বোর্ডিং হাউস স্টাইপেণ্ড দেওয়া হয়েছে ৪৭০ জনকে৷ ব্যয় হয়েছে ৯৮.১৯ লক্ষ টাকা৷ ২০২০-২১ অর্থবছরে ৫০০ জনকে দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ স্পেশাল ইনসেনটিভ ফর মাইনোরিটি গার্লস প্রকল্পে ১০১১ জনকে সহায়তা করা হয়৷ ব্যয় হয়েছে ৫.৬৭ লক্ষ টাকা৷
পর্যালোচনা সভায় দপ্তরের সচিব জানান, আউটফিট অ্যালাউন্স প্রকল্পে ২০১৯-২০ অর্থবছরে ৭ জনকে জনপ্রতি ৫০০০ টাকা করে মোট ৩৫,০০০ টাকা সহায়তা করা হয়৷ ২০২০-২১ অর্থবছরে সহায়তা করা হবে ১০ জনকে৷ মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় যারা ৬০ বা তার অধিক নম্বর পেয়েছে তাদের মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয়৷ এক্ষেত্রে গত ২০১৯-২০ অর্থবছরে মাধ্যমিক উত্তীর্ণ ১২৬ জনকে ৩.১৫ লক্ষ টাকা এবং ঐ অর্থ বছরে দ্বাদশ উত্তীর্ণ ১৫৬ জনকে ৫.৪৬ লক্ষ টাকা সহায়তা করা হয়৷ গত ২০১৯-২০ অর্থ বছরে মাধ্যমিক পরীক্ষার ক’তী ১ জনকে ও দ্বাদশ পরীক্ষার ক’তী ১ জনকে বেগম রোকেয়া গোল্ড মেডেল পুরস্কার দেওয়া হয়েছে৷

২০১৯-২০ অর্থবছরে বহিঃরাজ্যে বি এড পাঠরত ২০০ জনকে ৪১৯.৯৮৫ লক্ষ টাকা, ডি এল এড পাঠরত ৭৭ জনকে ১৩০.০৬ লক্ষ টাকা এবং প্যারামেডিক্যাল পাঠরত ২৬ জনকে ৭৩.২০ লক্ষ টাকা সহায়তা করা হয়েছে৷ ২০১৯-২০ অর্থবছরে ২০৪ জন রোগীকে ১৩.১৩ লক্ষ টাকার সহায়তা করা হয়৷ ২০১৯-২০ অর্থবছরে গৃহ নির্মাণের জন্য ৪৮ জনকে ৩৬ লক্ষ টাকা সহায়তা করা হয়েছে৷ ঐ অর্থ বছরে ১৫০ জন হজযাত্রীকে ২০ লক্ষ টাকা সহায়তা করা হয়েছে৷ ঐ অর্থ বছরে ২৩টি ওয়াকফ সম্পত্তি সংস্কার ও উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷ ২০২০-২১ অর্থবছরে ১৫টি ওয়াকফ সম্পত্তি উন্নয়নের জন্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এছাড়াও সভায় ২০২০-২১ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা নিয়েও আলোচনা হয়৷ তিনি জানান, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে চলতি ২০২০-২১ অর্থবছরে বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে এখন পর্যন্ত ৮ জনকে অটো, ৫৯ জনকে ছোট ব্যবসা, ১৭ জনকে ক’ষি সেক্টরে ও ১ জনকে শিক্ষাক্ষেত্রে সহায়তা করা হয়েছে৷ রাজ্যে মোট ২২৬৩টি ওয়াকফ সম্পত্তি চিহ্ণিত করা হয়েছে বলে সভায় জানানো হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?