স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৮ আগস্ট।। খুনের আসামী করোনা পজেটিভ, পুলিশ মহলে আতঙ্ক। ধলাই জেলার গন্ডাছড়া থানা এলাকার জগবন্ধু পাড়ায় সঞ্জিত রিয়াং খুনের সাথে জড়িত তার স্ত্রী ভারতী ত্রিপুরা গতকাল নিজেই রইস্যাবাড়ি থানায় গিয়ে আত্ম সমর্থন করে। এদিন মহিলাকে অধিক রাত পর্যন্ত রইস্যাবাড়ি থানাতে জিগাসাবাদ চালানো হয়। আজ সেখান থেকে গন্ডাছড়া থানায় নিয়ে আসা হয়।
গন্ডাছড়া থানার পুলিশ বাবুরাও দপায় দপায় জিগাসাবাদ চালায়। একটা সময় আসামী ভারতী ত্রিপুরাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে করোনা পরিক্ষা করানো হলে মহিলার পজেটিভ ধরা পড়ে। আর এতে করে মহকুমা এলাকার দুই থানার পুলিশ কর্মীদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। শুধু পুলিশ কর্মীদের মধ্যেই না মহকুমা হাসপাতালের স্বাস্হ্য কর্মীরাও আতঙ্কিত।
কারন ভারতীর মৃত স্বামী সঞ্জিত রিয়াং এর শরীরেও করোনা ভাইরাস থাকতে পারে। আজ হাসপাতালে সঞ্জিতের মৃতদেহে ময়না তদন্ত করা হয়েছিল। আর এতে করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্হ্য কর্মীদের মধ্যেও করোনা আতঙ্ক দেখা দিয়েছে।