স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।।দেশে করোনা আবহে নীট এবং জে ই ই পরীক্ষা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এই পরীক্ষাগুলি সরকার আপাতত স্থগিত রাখার জন্য শনিবার অফিস লেন স্থিত শিক্ষা ভবনের সম্মুখে বিক্ষোভ দেখায় এন এস আই পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এন এস ইউ আই রাজ্য সম্পাদক রাকেশ দাস।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের জীবন বিপন্ন করে পরীক্ষার সংগঠিত করতে চাইছে সরকার। ছাত্র-ছাত্রী ঝুঁকি পূর্ণভাবে পরীক্ষা দিতে রাজি নয়। ছাত্র-ছাত্রীরা চায় আপাতত করোনা প্রকটে নীট এবং জে ই ই পরীক্ষা স্থগিত রাখা হোক। যার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান।