স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ আগস্ট।। শুক্রবার চড়িলাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রীর হাত ধরে ব্রজপুর এলাকায় বায়ুভিলেজ প্রকল্পের মাধ্যমে এলাকাকে আত্মনির্ভরশীল গড়ার পরিকাঠামো করা হয়েছে। ডাইরেক্টর অফ বায়ুটেকনুলজিক্যাল পক্ষ থেকে চুতুর্থ বারের মতো প্রকল্প যেটা আজ ব্রজপুর দাস পাড়া এলাকায় করা হয়েছে।
আজকের এই শুভ উদ্দোগে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিশ্নু দেবর্বমা,বিশালগড় মহকুমা এসডিএম জয়ন্ত ভট্টাচার্য, এসিস্ট্যান্ট ডাইরেক্টর অন্জন সেনগুপ্ত ( বায়ু ট্যাকনোলজিক্যাল) এবং চড়িলামের বিশিষ্ট সমাজ সেবক রাজকুমার দেবনাথ, সহ এলাকার প্রধান। বায়ু ভিলেজ প্রকল্পের শুভ সুচনায় এলাকার প্রায় ৬৪ পরিবারের ৪০ জনকে আজ সোলার লাইট,ফ্যান,ও বিভিন্ন জিনিস দিয়ে শুরু করা হয়েছে।
তাছাড়া প্রকল্পের মধ্যে মাছের পনা,সোলার লাইট, জলের পাম্প মেশিন,( সোলা সিস্টেমে) যেগুলোর ধারা বিদ্যুৎ বিল থেকে রক্ষা পাবে গরীব মানুষরা,এবং কৃষিকাজে ব্যবহ্রত জৈব সার,স্প্রে মেশিন আরও বিভিন্ন রকম সামগ্রিক দিয়ে এলাকাকে আত্মনির্ভরশীল গড়ার মূল লক্ষ্য।তাছাড়া চড়িলাম বিধানসভার ব্রজপুর এলাকায় বায়ুভিলেজ এর কর্মসুচীতে আনন্দিত এলাকার মানুষ।