স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে পশ্চিম জেলার অবস্থা শোচনীয়। এই অবস্থায় বার বার সকলের কাছে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করার বার্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অযথা ভীড় না করতে বিশেষ ভাবে বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের অফিস গুলিতে কমানো হয়েছে কর্মচারীর উপস্থিতির হার। অথচ তারপরেও জটিল এই পরিস্থিতিতে আন্দোলনের কর্মসূচী অব্যাহত রেখেছে বামপন্থী শ্রমিক সংগঠন গুলি।
শনিবার ফের একবার আন্দোলন কর্মসূচীতে দলীয় নেতা কর্মীদের জমায়েত হল। সামাজিক দূরত্ব মেনে আন্দোলন করার কথা শ্রমিক নেতারা বার বার বললেও প্রস্ন একটাই এই পরিস্থিতিতে আন্দোলনের নামে ভীড় করার যৌক্তিকতা নিয়ে। সিট্যু নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন সিট্যু রাজ্য কমিটি , ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন , ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি জৌথ ভাবে পেট্রোলিয়াম সামগ্রীর দাম বৃদ্ধির প্রতীবাদে এই বিক্ষোভ কর্মসূচী। এতে সবাই প্রভাবিত। ধারাবাহিক ভাবে দাম বারানো হচ্ছে। এই মূল্য হ্রাস করার দাবি জানান তিনি।