স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৯ অগাস্ট ।।সোনামুড়া মহকুমার মেলাঘরের কলমক্ষেত বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গতকাল মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দোকানে আগুন লাগার পর পরই স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।দমকল বাহিনীর জওয়ানরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে।
তবে এরই মধ্যে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়। দোকানের মালিক অভিযোগ করেছেন এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। পেট্রল ঢেলে দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকরা পেট্রোলের গন্ধ পেয়েছেন বলেও জানিয়েছেন। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন।ক্ষয়ক্ষতি নিরূপণের পরও পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।