স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৮ আগস্ট।। হেজামারা ব্লক কর্তৃপক্ষ এবং অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে পশ্চিম তমাকারি এডিসি ভিলেজের নির্বাচিত সদস্যদের সিদ্ধান্ত অবমাননা করার গুরুতর অভিযোগ করা হয়েছে।পশ্চিম তমাকারিএডিসি ভিলেজ এর ভাইস চেয়ারম্যান দেবানন্দ রিয়াংএ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন।
ভাইস চেয়ারম্যান এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন ভিলেজ কমিটির সিদ্ধান্ত অমান্য করে হেজামারা ব্লক কর্তৃপক্ষ এবং অন্যান্য কিছু লোকজন বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা তাদের নির্বাচিত সদস্যদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অথচ নির্বাচিত সদস্যদের সিদ্ধান্ত এক্ষেত্রে কার্যকর হচ্ছে না।
ব্লক কর্তৃপক্ষ ও অন্যান্য কিছু লোকজনের এ ধরনের অগণতান্ত্রিক কাজকর্মের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তমাকারি এডিসি ভিলেজের ভাইস-চেয়ারম্যান দেবানন্দ রিয়াং।এ ধরনের স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানিয়ে ভিলেজের নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদানের জন্য দাবি জানানো হয়েছে।
ভাইস চেয়ারম্যান আরও অভিযোগ করেন প্রাক্তন পঞ্চায়েত সচিব নির্মল দেববর্মা গত জুন মাসে অন্যত্র বদলি হয়ে চলে গেছেন। অথচ যাবার আগে তিনি তাঁর দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়ে যাননি। ফলে এডিসি ভিলেজের কাজ কর্ম পরিচালনা করতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্লক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।