করোনা : সরকারি নির্দেশিকা মেনে পূজার আয়োজন করতে বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট।। করোনা পরিস্থিতির নিরিখে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শুক্রবার রাজধানীর রবীন্দ্রভবনে রাজ্যের বড় পুজো উদ্যোক্তা এবং মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠকে কোভীড সংক্রান্ত নির্দেশিকা নিয়েও আলোচনা করা হয়। রাজ্যে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় পশ্চিমজেলার অবস্থা শোচনীয়।

ইতিমধ্যেই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে একাধিক নিয়ম মেনে উদযাপন করা হয়েছে। তবে আসন্ন দুর্গোৎসবকে কিভাবে উদযাপন করা হবে তা নিয়ে সমস্ত ক্লাব গুলি উদ্বিগ্ন। ক্লাব কর্ডিনেশন কমিটি ইতিমধ্যেই বৈঠক করে করোনা পরিস্থিতিতে দুর্গা পূজা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে চুরান্ত করা হবে বলে জানানো হয়েছে।

অনেক ক্লাব এই বছর ছোট আকারে পূজা করার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদা সংগ্রহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত বিষয় নিয়েই এদিন গুরুত্ব পূর্ণ বৈঠক হয় । বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক বিষয়ে পুজো উদ্যক্তাদের কাছে তুলে ধরেন। মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সমস্ত ধরনের নির্দেশ কড়া ভাবে পালন করে পুজো করার বার্তা দেন। গণেশ পূজার ক্ষেত্রে পূজার সময় সমস্ত নিয়মাবলী মেনে চলেছে উদ্যোক্তারা।

কিন্তু ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হয় প্রতিমা নিরঞ্জনের সময়। এটা কাঙ্ক্ষিত নয়। সকলকে সতর্ক থাকতে হবে। খুব কম সময়ে এই বৈঠক ডাকা হয়েছে। পরিস্থিতির নিরিখে এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু সরকারী নির্দেশিকা সম্পর্কে বাজার কমিটি এবং পুজো উদ্যোক্তারা মেনে নিয়ে এগুচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মানুষ নিজেদের জীবন শৈলীতে পরিবর্তন এনেছে।

সামাজিক অনুষ্ঠান গুলিতে ঘুরিয়ে ফিরিয়ে একই অবস্থা দেখা দেয়। বাজার গুলিতে মানুষ মাস্ক ও সামজিক দূরত্ব বজায় রাখছে না। কিন্তু এই ধরনের প্রবণতা বিপদ জনক। এতে পরিবর্তন আনতে হবে। আগরতলা পুর নিগম এলাকার জোন ভিত্তিক সমস্ত ওয়ার্ডে করোনা আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পশ্চিম জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ জনের ।

তার মধ্যে আগরতলা পুর নিগম এলাকায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। সব চাইতে বেশী সচেতন  নাগরিক এই পুর নিগম এলাকায় থাকেন। অথচ তার পরেও আগরতলা পুর নিগমের এই অবস্থা। লোক সমাগম যেখানে বেশী হবে। সেখানেই করোনার প্রকোপ বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকারী নির্দেশিকা মেনে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী।এছাড়াও একাধিক বিষয় এদিনের বৈঠকে সমস্ত পুজো উদ্যোক্তা এবং মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যদের প্রতি জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিনের বৈঠক উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডাঃ প্রফুল্ল জিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ শৈলেশ কুমার যাদব, পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক লাল দাস সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?