স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ অগাস্ট ।। রাজ্যে নারীদের ওপর আক্রমণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। নারীর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সাংসদ ঝরনা দাস বৈদ্য শনিবার আগরতলায় সিপিআইএম বিভাগীয় অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে গুরুতর অভিযোগ এনেছেন।তিনি বলেন নারীদের ওপর বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে নির্যাতন ও অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে।
নারী নির্যাতন রোধে সরকার ও প্রশাসন প্রয়োজনীয় কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। বর্তমান সরকারের আমলে নারীরা কোনোভাবেই সুরক্ষিত নয় বলেও তারা অভিযোগ এনেছেন।নারীদের অধিকার সুরক্ষার দাবিতে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সাংসদ ঝরনা দাস বৈদ্য।তিনি আরো অভিযোগ করেছেন বর্তমান সরকারের আমলে বিরোধীদের ওপর হামলা এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারীনেত্রী।
গণতন্ত্র রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্যই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।নারীসহ বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা হুজ্জতি থেকে বিরত থাকার জন্য তিনি সরকার এবং শাসক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় যে আন্দোলন গড়ে তোলা হবে তা বিজেপির নেতৃত্বাধীন সরকার এবং পুলিশ বাহিনী দমন করতে পারবেনা বলে হুশিয়ারি দিয়েছেন সাংসদ ঝরনা দাস বৈদ্য। সাংবাদিক সম্মেলনে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে নারী নির্যাতনের এক বিস্তারিত তথ্য তুলে ধরেন।