স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৯ আগস্ট।। সোনামুড়া নদী বন্দর পরিদর্শনে আসেন ল্যান্ড পোর্ট অথরীটি অব ইন্ডিয়ার ডিরেক্টর অজিত কুমার সিং।সঙ্গে ছিলেন রাজ্য পূর্ত দপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এবং এসিঃ চিফ ইঞ্জিনিয়ার।নদী বন্দরের পরিকাঠামোগত সমস্যাগুলো সমাধানের বিষয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করেন।
নদী বন্দর পরিদর্শনের পর তিনি বলেন, ভারতের সপ্তম নদী বন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে সোনামুড়া নদী বন্দর। এর ভবিষ্যত খুবই উজ্জল।
শুধু আমদানী রপ্তানীর ক্ষেত্রে নয়, পর্যটনের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই নদী পথ। ভারত সরকার এই নদী বন্দরের উন্নয়নে আগ্রহী এবং এখানে একটি আধুনিক নদী বন্দর গড়ে তোলবে বলেও তিনি জানান।এই নদী বন্দরের যাবতীয় আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি দৃষ্টি নন্দন নদী বন্দর হিসাবে গড়ে তোলার জন্যও ত্রিপুরার ল্যান্ড পোর্ট অথরীটিকে তিনি নির্দেশ দিয়ে যান।
পাঁচ সেপ্টেম্বর রাজ্যের মুখ্য মন্ত্রীর পাশাপশি ল্যান্ডপোর্ট অথরীটি অব ইণ্ডিয়ার চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলেও জানান ডিরেক্টর এ কে সিং।