অনলাইন ডেস্ক, ২৮ অগাস্ট ।।নিওয়েলস ওল্ড বয়েজ সমর্থকদের কেউ গাড়িতে, কেউ মোটরসাইকেলে চেপে রোসারিওর রাস্তায় চক্কর দিয়েছেন। মিছিল করেছেন হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে। ‘ওলে, ওলে, মেসি নিওয়েলসের, সে সিটিতে যাবে না’- দিয়েছেন এমন শ্লোগান। দাবি তুলেছেন ঘরের ছেলে লিওনেল মেসিকে ঘরে ফেরানোর।ফ্যাক্স বার্তায় মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকে তার সম্ভাব্য পরবর্তী ঠিকানা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার চলছে কদিন ধরেই। ম্যানচেস্টার সিটি, পিএসজি মেসির নতুন ঠিকানা হতে পারে, শোনা যাচ্ছে এমন অনেক গুঞ্জন।১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে ছেলেবেলায় নিওয়েলস ওল্ড বয়েজে ছিলেন মেসি।
শৈশবের এই আঙিনায় কোনো একদিন ফিরে আসার কথা আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেও বলেছেন একাধিকবার।মেসির সেই চাওয়া কখনও পূরণ হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে অতীতের কিছু উদাহরণের কারণে নিওয়েলস ওল্ড বয়েজের সমর্থকদেরও মনে হচ্ছে তাদের চাওয়া পূরণ সম্ভব! ক্লাবটির ইংলিশ ভাষী সমর্থকগোষ্ঠীর প্রধান জেমি রালফ পিএ নিউজকে দিয়েছেন তার যুক্তি। টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার ফিরে আসার প্রসঙ্গ।“মারাদোনা তখন স্পেনে সেভিয়ার হয়ে খেলত-তার বয়স তখন ছিল মাত্র ৩৩ বছর; মেসিরও একই বয়স-এবং মারাদোনা ফিরেছিল, যোগ দিয়েছিল নিওয়েলসে; সেসময় এটা ছিল অবিশ্বাস্য। সেটা ছিল ১৯৯৪ বিশ্বকাপের আগের বছরের ঘটনা।”এই গোষ্ঠীর সহ-সভাপতি ক্রিস্তিয়ান দামিকো টিওয়াইসি স্পোর্টসকেও বলেছেন একই কথা, “মারাদোনা এলো এবং সেসময় সবার বিশ্বাস ছিল এটা অসম্ভব। তাহলে কেন নিওয়েলসের সমর্থকরা সর্বকালের সেরা খেলোয়াড়কে তাদের জার্সিতে দেখার স্বপ্ন বুনবে না?”বিশ্বকাপ জয়ী দাভিদ ত্রেজেগেকে ২০১৩ সালে দলে এনেছিল নিওয়েলস। লিভারপুলের সাবেক ফুটবলার মাক্সি রদ্রিগেজ সম্প্রতি খেলেছেন দলটিতে। তবে অতীত উদাহরণ থাকলেও রালফ বর্তমান বাস্তবতা বুঝছেন ঠিকই। “এসব নিয়ে সবার মধ্যে একটু রোমাঞ্চ কাজ করছে।
কিন্তু আমি মনে করি, মেসি নিওয়েলসের হয়ে একদিন খেলবে কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি, এটা এখনই একটু দ্রুত হয়ে যায়।”দলটির ৬৫ বছর বয়সী সমর্থক দানিয়েল ভালভিও মনে করেন এই মুহূর্তে মেসির শৈশবের ক্লাবে ফিরে আসা সম্ভব নয়। এলেও ক্যারিয়ারের শেষ বেলায় আসবেন।“নিওয়েলসের সমর্থক হিসেবে আমি চাই সে আসুক, কিন্তু আমরা জানি এটা অসম্ভব। যদি সে আসে, তাহলে চার বছরের মধ্যে আসবে, যখন তার ক্যারিয়ার শেষের পথে। তখন সে বলতে পারে-আমি নিওয়েলসের হয়ে কিছু ম্যাচ খেলব এবং তারপর অবসর নিব।”