স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ২৮ আগস্ট।। পুলিশ সুপারের নেতৃত্বে চুড়াইবাড়ি থানার সম্মুখের নাকা পয়েন্টে TR81H/1689 নম্বরের একটি ডাম্পার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধারকৃত ৫০ প্যাকেটে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি থানার পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা। সাথে আটক পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ি এবং চালক সত্তার মিয়া (২৪) ও সহ চালক মোঃ সবুজ (২৫)। আটক ডাম্পার গাড়িটি।
ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন সূত্রে খবর আসে আগরতলা থেকে একটি পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ি দিয়ে বিপুল পরিমাণ গাঁজা বহি রাজ্য পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ গতকাল থেকে থানার সম্মুখে নাকা পয়েন্ট উৎ পেতে বসে থাকে।
আজ বিকেল প্রায় তিনটে নাগাদ চুরাইবাড়ি থানার সম্মুখের নাকা পয়েন্টে TR01H/1689 নম্বরের পাথর পরিবহনকারী ছয় চাকার একটি ডাম্পার গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ির বডির নিচে তিনটি বক্স থেকে ৫০ প্যাকেটে ৫০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রতি প্যাকেটে ১০ কেজি করে গাঁজা মজুদ রয়েছে। উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা।
সাথে আটক করা হয় পাথর পরিবহনকারী ডাম্পার গাড়ি ও গাড়ির চালক সত্তার মিয়াক (২৪) এবং সহ চালক মোঃ সবুজ (২৫) কে। জানা গেছে চালক সত্তার মিয়ার বাড়ির সোনামুরা ও সহচালক মোহাম্মদ সবুজের বাড়ি উদয়পুরে। চুড়াইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় এনডিপিএস এক্টে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উনারা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল থেকে TR01H/1689 নম্বরের ডাম্পার গাড়িটিকে আটক করার জন্য চুরাইবাড়ি থানা এলাকায় উৎপেতে বসে ছিলেন।
আজ বিকাল নাগাদ উক্ত গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষাধিক টাকার ৫০০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে আটক করা হয়েছে ডাম্পার গাড়ি,চালক ও সহ চালককে। বর্তমানে বিপুল পরিমাণ গাঁজা,চালক,সহ চালক ও ডাম্পার গাড়িটি চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে। পুলিশ সুপার আরো জানান ডাম্পার গাড়ি দীর্ঘদিন থেকে এভাবে গাঁজা পাচার করে আসছিল। ডাম্পার গাড়ির চেসিসের উপরে বডিতে তিনটি কেবিনের মত বক্স বানিয়ে গাঁজা পাচার করছিল।
এমনকি গাড়ির সঠিক নাম্বারের পাশাপাশি AS01JC/9417 নম্বরে একটি ভূয়ো নাম্বার প্লেট ব্যবহার করা হতো যা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজকের এই গাঁজা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার পুলিশ সুপার সহ মহাকুমা পুলিশ আধিকারিক ও চুড়াইবাড়ি থানার ওসি।