স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট।। দেশে করোনা আবহে নীট এবং জেইই পরীক্ষা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এই পরীক্ষাগুলি সরকার আপাতত স্থগিত রাখার জন্য শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট অফিস চৌমুহনীস্থিত পোস্ট অফিসে সম্মুখে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশ এবং রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে আছে। এর থেকে রক্ষার উপায় একমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখা।
এরই মধ্যে সরকার নীট এবং জে ই ই পরীক্ষা সংগঠিত করতে চাইছে। আর সরকারের এই পরীক্ষা ঘোষণার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে ছাত্র ছাত্রীরা। কারণ এ পরীক্ষা দ্বারা ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হয়ে পড়তে পারে বলে অভিমত ছাত্র-ছাত্রীদের। ছাত্র-ছাত্রীরা সরকারের কাছে পরীক্ষা স্থগিত রাখার আবেদন করছে কিন্তু সরকার শুনছে না।
এরই প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের স্বার্থে সারা দেশের সাথে শুক্রবার রাজ্য বিক্ষোভ কর্মসূচি রাজ্যও গ্রহণ করে প্রদেশ কংগ্রেস বলে জানান তিনি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের আহবায়ক হরেকৃষ্ণ ভৌমিক, যুব কংগ্রেসের সভাপতি পুজন বিশ্বাস, সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা।