স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ আগস্ট।। খোয়াই থানা এলাকার বেলতলীতে চাকরিচ্যুত এক শিক্ষকের সারের দোকান ভেঙ্গে চুরমার করে দিয়েছে দুস্কৃতিকারীরা।শুক্রবার সকালে প্রাতঃভ্রমণ কারীরা দোকানটি ভাঙ্গা অবস্থায় দেখে ফোনে বিষয়টি দোকানের মালিককে জানান। খবর পেয়ে দোকানের মালিক চাকরিচ্যুত শিক্ষক সঞ্জয় রায় দোকানে আসেন।
দোকানে এসে তিনি লক্ষ্য করেন দোকান কে বা কারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সার কীটনাশকসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। বেশ কিছু সামগ্রী তুলে নিয়ে গেছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষক একদিকে জীবন-জীবিকা দিয়ে যখন জটিল সমস্যার সম্মুখীন ঠিক সেই সময়ে সার কীটনাশকের দোকান দিয়ে কোনক্রমে জীবিকা অর্জনের চেষ্টা চালাচ্ছিলেন।
চাকরিচ্যুত এই শিক্ষক এর দোকান ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।