স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। বৃহস্পতিবার ত্রিপুরা সড়ক পরিবহন নিগম এবং রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলাপমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে পরিচালিত প্রক্রিয়ার শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন পরিবহন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। তিনি বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য সরকার কাজ করে চলেছে।
বর্তমান সরকার চাইছে রাজ্যবাসীর যাতে মোটরস্ট্যান্ডগুলির সঠিক পরিষেবা পায়। বিগত দিনে কিভাবে মোটরস্ট্যান্ডগুলি পরিচালনা করা হতো তা হয়তো রাজ্যবাসী অবগত আছে। আজ থেকে টিআরটিসি -র সাথে সরাসরি যুক্ত হয়েছে রাধানগর মোটরস্ট্যান্ডটি। টিআরটিসি হাতে মোটরস্ট্যান্ডগুলি হস্তান্তর করার মূল উদ্দেশ্য হলো যাতে সঠিকভাবে মোটরস্ট্যান্ডগুলি পরিচালনা করা যায়।
কারণ বিগত দিনে একজন মানুষ ভাবতো টিআরটিসি কাজ করে না। বিগত দিনে ১ কোটি ১০ লক্ষ টাকা টি আর টি সি কর্মীদের মাসিক বেতন দেওয়া হতো। রাজ্যবাসীর সুবিধার্থে টিআরটিসি পর্যাপ্ত পরিমাণে বাস পরিষেবা চালু করেছে। সরকারের মূল লক্ষ্যই হলো টিআরটিসি শক্তিশালি করা। যাতে আগামী দিনের সরকারি কোষাগারে অনেকটা সহায়তা হয় এই টিআরটিসি মাধ্যমে।
পাশাপাশি পরিবহন ক্ষেত্রে সমস্ত কিছুই অনলাইন সিস্টেম করা হচ্ছে। যাতে পূর্বের ধারা পরিবর্তন হয় বলে অভিমত ব্যক্ত করে তিনি। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার, প্রদেশ বি এম এস -এর সাধারণ সম্পাদক অসীম দত্ত সহ অন্যান্যরা।