আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অগাস্ট।। আত্মনির্ভর ভারত গড়ার শ্লোগানকে সামনে রেখে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে৷ সরকারের নানাবিধ কর্মসূচিতে এই বিষয়টি প্রতিফলিত হচ্ছে৷ আজ লেফুঙ্গা ব্লকের বীরমোহন এডিসি ভিলেজের মকামপাড়া জে বি সুকল মাঠে গাভী ও শুকর ছানা এবং দুটি স্ব-সহায়ক দলের সদস্যদের মধ্যে ক’ষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ কথা বলেন৷

তিনি বলেন, রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ এই শ্লোগানকে স্বার্থক করে তুলতে কোন নির্দিষ্ট এলাকার উন্নয়ন নয়, রাজ্যের সর্বত্র সবার বিকাশের স্বার্থে কাজ করে চলেছে৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান৷ আজ যারা গাভী এবং শুকরের ছানা ও ক’ষি যন্ত্রপাতি পেয়েছেন এগুলি যথাযথভাবে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বয়ংসম্পর্ণ হওয়ার জন্যে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা, ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের উপধিকর্তা অনিল দেববর্মা, দপ্তরের ক’ষি তত্ত্বাবধায়ক গোপাল মল্ল বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ দেন লেফুঙ্গার বিডিও মহেন্দ্র কাঙ্গে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমোহন ভিলেজ কমিটির চেয়ারম্যান কার্তিক দেববর্মা৷ অনুষ্ঠানে লেফুঙ্গা ব্লকের বীরমোহন, অভিচরণ, উত্তর দেবেন্দ্রনগর এডিসি ভিলেজের নির্বাচিত ২৩ জন সুুবিধোভোগীকে ১টি করে গাভী এবং ২২ জন নির্বাচিত সুুবিধাভোগীকে ৫টি করে শুকর ছানা দেওয়া হয়৷

এছাড়া ২টি স্ব-সহায়ক দলকে ২টি করে পাওয়ারটিলার, ৫টি করে পাম্পসেট, সমসংখ্যক ব্যাটারি চালিত স্পে মেশিন, ১টি করে ধান কাটার মেশিন ইত্যাদি দেওয়া হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?