দিব্যাঙ্গদের কল্যাণে সরকার কাজ করছে, জানালেন সাংসদ রেবতী ত্রিপুরা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৭ অগাস্ট।। সরকার সব সময় দিব্যাঙ্গ ব্যক্তিদের কল্যাণে কাজ করছে৷ কিভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের আরো সাহয্য করা যায় তা নিয়ে চিন্তাভবনা হচ্ছে৷ আজ ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের অফিস কমপ্লেে’ দিব্যাঙ্গ ব্যক্তিদের চলন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি সাংসদ রেবতী ত্রিপুরা একথা বলেন৷

তিনি বলেন, অনেক দিব্যাঙ্গ ব্যক্তি শারীরিক দুর্বলতা থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েন৷ তিনি বলেন, এরকম ভাবা উচিত নয়৷ মন এবং শরীর দুটোকে সতেজ রাখতে হবে৷ সমাজ এবং দেশের উন্নতিতে দিব্যাঙ্গদের অবদান রয়েছে৷ অনুষ্ঠানের সভাপতি ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ (গোপ) বলেন, সমাজের সকল স্তরের নাগরিকদের নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার দিকে আমরা এগিয়ে চলছি৷

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক গোবেকর ময়র রতিলাল৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট জয়ন্ত দেববর্মা৷ প্রসঙ্গত সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের মাধ্যমে জেলার ২৯ জন দিব্যাঙ্গ ব্যক্তিকে চার চাকা বিশিষ্ট সুকটি প্রদান করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?