স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ আগস্ট।। শুক্রবার ফের আরো একবার পুলিশকে বিরোধী দলের সংগঠনে কাছে আত্নসমর্পন করতে হলো। আর এদিন বিরোধী দলের কর্মীরা সামাজিক দূরত্ব বজায় না রেখে পুলিশের সামনে একাধিক দাবিতে চ্যালেঞ্জ করলেন সরকারকে। আর পুলিশ ছিল সম্পূর্ণ নীরব দর্শক।
রাজ্যে নারী নির্যাতন রদ করা, কাজ ও খাদ্য অধিকার সুনিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা করা এবং ছাঁটাই মিড ডে মিলের কর্মীদের পুনর্বহাল করা সহ ৭ দফা দাবির ভিত্তিতে শ্রমজীবী নারী সমন্বয় কমিটি আহবানে ভারতীয় জাতীয় মহিলা ফেডারেশনের সদর বিভাগীয় কমিটি শুক্রবার মেলারমাঠস্থিত ভানু স্মৃতি ভবনের সম্মুখে তীব্র বিক্ষোভ দেখায়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নারীনেত্রী ঝর্ণা দাস বৈদ্য জানান, দেশের সমস্ত অংশের মানুষের জন্য সরকার যেসব সহযোগিতার কথা বলছে আসলে কিছুই করছে না সরকার। বিশেষ করে দেশের কৃষকরা, শ্রমজীবী অংশের মানুষরা, বেকাররা কোন সহযোগিতা পাচ্ছে না। তাই আয়কর প্রদান করে না সেসব পরিবারেকে আগামী ছয় মাস ৭,৫০০ টাকা করে অর্থ প্রদান করা, কৃষকদের পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করা দাবি তোলা হচ্ছে। এমনকি রাজ্যে কোভিড কেয়ারগুলির দুরবস্থা।
অপরিষ্কার ভাবে চলছে কোভিড কেয়ারগুলি। অর্থাৎ করোনা পরিস্থিতিতে রাজ্যে এক প্রকার অরাজগতা চলছে। এমনকি নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়েই চলছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সহ ৭ দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। নয়তো আগামীদিনের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারি দেন। বিক্ষোভ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য নেতৃবৃন্দরা।