অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। প্রতিরক্ষার সংক্রান্ত সামরিক উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামরিক উৎপাদনে আত্মনির্ভর ভারত শীর্ষক ওয়েভিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, স্বাধীনতার পর ভারতের প্রতিরক্ষা শিল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এতদিন পর্যন্ত দেশের অস্ত্র কারখানাগুলিকে সরকারি বিভাগ হিসেবেই দেখা হত।
এর জেরে প্রতিরক্ষা উৎপাদনের সঙ্গে জড়িত কর্মী এবং গোটা দেশের প্রভূত দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার প্রচেষ্টা করে গিয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদন শিল্পকে শক্তিশালী করার। বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদন ও শিল্পে প্রযুক্তিগত উন্নয়ন একান্ত প্রয়োজন।
প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের ক্ষেত্রে ভারতে উৎপাদন বৃদ্ধি করাটাই যে কেন্দ্রের মূল লক্ষ্য তার ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভারতের মাটিতে সামরিক সরঞ্জাম এর ব্যাপক পরিমাণ উৎপাদন এবং এই শিল্পে বেসরকারি সংস্থাগুলির জন্য দরজা উন্মুক্ত করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এতদিন পর্যন্ত দেশের অস্ত্র কারখানাগুলিকে সরকারি বিভাগের নজরে দেখা হত। সীমিত পরিমাণে দৃষ্টিভঙ্গি থাকার কারণে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে দেশের সামরিক শিল্পকে। ফলে যারা এই শিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রভূত ক্ষতি হয়েছে।প্রতিরক্ষা শিল্পে ভারতের আত্মনির্ভরতার ভাবনা শুধুমাত্র কাগজ বা ফাইল এর মধ্যেই আটকে নেই।
তা বাস্তবের জমিতে কার্যকর করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রের এই পদক্ষেপ নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। চিফ অফ ডিফেন্স স্টাফ গঠন করার পর তিন বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে উঠেছে। উত্তর প্রদেশ এবং তামিলনাডু সরকারের সহযোগিতায় স্টেট আর্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে।. আগামী পাঁচ বছরে এতে কুড়ি হাজার কোটি বিনিয়োগ আসবে।