করোনা আক্রান্ত আরো চার জনের মৃত্যু, মোট ৮৯

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে| তাতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৯| প্রতিদিন করোনা আক্রান্তের মৃতের ঘটনায় আতঙ্ক ক্রমশ বাড়ছে| স্বাস্থ্য দফতরের জারি মিডিয়া বুলেটিনে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ৭০,১৩৫ জন করোনা আক্রান্ত সন্দেহে নজরদারিতে ছিলেন| তাদের মধ্যে ১৪ দিন সময়সীমা অতিক্রম করেছেন ৬৬,৪২২ জন|

বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন ৩৩৯৩ জন এবং প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৩২০ জন| এদিকে, ত্রিপুরায় এখন পর্যন্ত ২,৫৮,০৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে| তাতে, ২,৫৭,০১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে| এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে ১,৩০,৯৫৮টি এবং এন্টিজেন টেস্ট হয়েছে ১,২৬,০৬০টি| স্বাস্থ্য দফতরের রিপোর্ট-এ দাবি আরটি-পিসিআর টেস্টে ৩৮৫০ এবং এন্টিজেন টেস্টে ৬০৭৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে| ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৯২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন| তাদের মধ্যে ত্রিপুরা-তে আছেন ৯৯০৮ জন|

১৯ জন করোনা আক্রান্ত বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন| এছাড়া ৬৮০৯ জন এখন পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়েছেন| ফলে, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৭৭| এদিকে, ৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন| তাতে, আজকে চার জনের মৃত্যু হয়েছে| ফলে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃতের হার ০.৯০ শতাংশ| এছাড়া, ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমনের হার ৩.৮৬ শতাংশ, সুস্থতার হার ৬৯.০৩ শতাংশ এবং প্রতি লাখে পরীক্ষা হচ্ছে ৬৪,২৯|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?