অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে থেকে কংগ্রেসের অন্দরে যে চাপানউতোর ও অবিশ্বাস শুরু হয়েছিল তা এখনও অব্যাহত। শতাব্দী প্রাচীন দলটির ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে সোনিয়া গান্ধীকে দেওয়া ২৩ জন নেতার স্বাক্ষরিত চিঠি প্রকাশ্যে চলে আসার পর জটিলতা বৃদ্ধি পায়। রাহুল গান্ধী সরাসরি দলের একশ্রেণীর নেতাদের সঙ্গে বিজেপির আঁতাত নিয়ে সরব হন।
বিষয়টি সেই সময়ের জন্য চাপা পড়ে গেলেও। শেষ হয়েও যেন হচ্ছে না কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। এই প্রসঙ্গে দলের হাইকমান্ডকে সতর্ক করে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল দাবি করেছেন নিজের মধ্যে নয়, বিজেপির ওপর সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কংগ্রেসের।উত্তরপ্রদেশের লখিমপুর খেরি কংগ্রেস কমিটি পাঁচটি প্রস্তাব দলের শীর্ষ নেতৃত্বের কাছে রাখেন।
এই পাঁচটি প্রস্তাবের মধ্যে একটি ছিল দলীয় নেতা জিতেন প্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর কারণ ছিল জিতেন প্রসাদ সেই ২৩ জন নেতার অন্যতম যারা দলের অন্দরে এবং শীর্ষ নেতৃত্বে ব্যাপক রদবদলের জন্য সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিল। সেই চিঠিতে অস্থায়ী সভাপতির দাবিও তোলা হয়েছিল। এই প্রসঙ্গে বৃহস্পতিবার টুইট করে কপিল সিব্বল লিখেছেন, দুর্ভাগ্যবশত উত্তরপ্রদেশের জিতেন প্রসাদকে অযথা দায়ী করা হচ্ছে।
নিজের লোকেদের ওপরে নয়। কংগ্রেসের উচিত বিজেপির ওপর সার্জিকাল স্ট্রাইক করা।কপিল সিব্বলের এমন টুইটকে সমর্থন জানিয়েছেন মনিষ তিওয়ারি। প্রসঙ্গত যে সোনিয়া গান্ধীকে দেওয়া চিঠিতে যে ২৩ জন নেতার স্বাক্ষর ছিল তাদের মধ্যে কপিল সিব্বল এবং মণীশ তিওয়ারির রয়েছেন।