কোভিড কেয়ার সেন্টারে ৩ দিনের শিশুর মৃত্যু, থানার দ্বারস্থ শোকাহত দম্পতি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। চিকিৎসকের গাফিলতিতে জিবি হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারে গত ১৩ আগস্ট মৃত্যু হয়েছিল ৩ দিনের এক শিশুর। সেই শিশুর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে অসহায় মৃত শিশুর পরিবার দ্বারস্থ হলো এনসিসি থানায়। মৃত শিশুর পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ৭ আগস্ট হাঁপানীয়ার বাসিন্দা দীপ্তুনু সাহার গর্ভবতী স্ত্রীকে আনন্দ নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে মহিলার পরিবারকে করোনা পরীক্ষা করার পর গর্ভবতী মহিলার রিপোর্ট পজেটিভ আসে। সাথে সাথে সেই মহিলাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল সেখানে নিয়ে যাওয়ার পর গর্ভবতী মহিলার স্বামী দীপ্তুনু সাহার কাছে আনন্দ নগর হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা ফোন করে জানায় রিপোর্ট ভুল হয়েছে। অথাৎ নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে গর্ভবতী মহিলার। এ বিষয়ে জিবি হাসপাতালে কোভিড ট্রিটমেন্ট সেন্টারের স্বাস্থ্যকর্মীদের অবগত করার পরও সে মহিলাকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়।

১০ আগস্ট মহিলার ডেলিভারিতে পুত্র সন্তান হয়। পরবর্তী সময় ১২ আগস্ট জিবি হাসপাতালে কোভিড ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে কেড়ে নিয়ে করোনা টেস্ট করে। তারপর থেকে শিশুটির নাক দিয়ে দীর্ঘক্ষন রক্ত বের হয়। অবশেষে শিশুটির মা ডাক্তারকে অবগত করলে শিশুটি দেখার জন্য একজন স্বাস্থ্য কর্মী পাঠিয়ে দায়িত্ব খালাস করে নেন ডাক্তার রাজীব দেববর্মা। কিছুক্ষণ পরে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে শিশুর পিতার অভিযোগ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার চিকিৎসকের বিরুদ্ধে এনসিসি থানায় একটি মামলা দায় করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?