ন্যাশনাল টিউবারকিউলসিস এলিমিনেশন প্রোগ্রামে ত্রিপুরা শ্রেষ্ঠ স্থান পেয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। ত্রিপুরায় স্বাস্থ্য ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়ে তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব| একাধিক টুইট বার্তায় তিনি সাফল্যের দাবি করেছেন| তিনি জানান, ন্যাশনাল টিউবারকিউলসিস এলিমিনেশন প্রোগ্রামে ত্রিপুরা শ্রেষ্ঠ স্থান পেয়েছে| এছাড়াও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন|

তাঁর কথায়, জাতীয় ডায়ালাইসিস প্রোগ্রাম-র মাধ্যমে ত্রিপুরায় বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস প্রোগ্রামে আইজিএম হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল, দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতাল ও ধলাই জেলা হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিস করার ব্যবস্থা চালু হয়েছে| ২০১৯-২০ অর্থ বছরে ১৭,৩৬৩ টি এবং ২০২০-২১ অর্থ বছরে জুন পর্যন্ত ৪১৮২ টি ডায়ালাইসিস সেশন সম্পন্ন হয়েছে

তাঁর আরও দাবি, আগরতলা একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ও খুমলুঙে একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি চালু করা হয়েছে। তিনি বলেন, আগরতলায় একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ও খুমুলুং-এ একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি চালু করা হয়েছে| তাছাড়া, আগরতলার স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল, কৈলাসহর-র ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, বিলোনিয়া মহকুমা হাসপাতাল ও ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে পঞ্চকর্ম বিভাগ চালু রয়েছে|

এদিন তিনি জানান, ন্যাশনাল টিউবারকিউলসিস এলিমিনেশন প্রোগ্রামে দেশের উত্তরপূর্বাঞ্চলের ৫০ লক্ষের কম জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ৮টি আরবান প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে ৫টি হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে উন্নীত করা হয়েছে| তাছাড়া, কমিউনিটি লেভেলে ৯২টি মহিলা আরোগ্য সমিতি ও ৫৫১টি আশা পরিষেবা চালু রয়েছে| শুধু তাই নয়, ২০১৯-২০ অর্থ বছরে রাজ্যের ৫০টি হাসপাতালকে উন্নতমানের পরিষেবা প্রদান করা হেতু এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য কায়াকল্প পুরস্কার দেওয়া হয়েছে|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?