স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। করোনা পরিস্থিতিতে বর্তমান সরকার যুদ্ধকালীন তৎপড়তায় কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও দেশের মত রাজ্যেও এই ভাইরাস দ্রুত গতিতে ছড়াচ্ছে। করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তাতে রাজ্য ও কেন্দ্র কিছু নির্দেশিকা দিয়েছে। কেন্দ্রের নির্দেশিকা রাজ্য প্রয়োগ করছে।
এই অবস্থায় কিছু কিছু সংগঠন এই নির্দেশিকা না মেনে বেপরোয়া হয়ে আইন ভাঙ্গার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের প্রবণতা কার স্বার্থে। সংসদীয় রাজনীতিতে তাদের কোন ভূমিকা নেই। কিন্তু ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিচ্ছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য।
তিনি আরো বলেন যে দেশ থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেই দেশের প্রতি সিপিএম এর দায়বদ্ধতা আছে। কিন্তু রাজ্যের মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই তাদের। বারং বার তা প্রমানিত হচ্ছে। ১৪৪ ধারা অমান্য করে তারা সংগঠিত হচ্ছেন। ভীড় করছেন। রাজ্যের বেশ কিছু স্থানে এই কান্ড ঘটাচ্ছেন। আইন ভাঙ্গার জন্য দলীয় কর্মীদের উৎসাহীত করছেন বিরোধী দলনেতা। এই রাজনীতি মানূষের স্বার্থে হতে পারে না। মানুষকে বাঁচতে দিতে হবে। এটা না করে রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে। আক্রান্ত হচ্ছে বিজেপি-র কার্যকর্তারা।
প্রাক্তন এম ডি সি-র নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৫ জন কর্মী আহত হয়েছেন। গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। দলের পক্ষ থেকে কার্যকরতাদের বার্তা দেওয়া হয়েছে যাতে করে কোন ধরনের রাজনৈতিক প্ররোচনার ফাঁদে পা না দেন।
বিরোধী দলের দায়িত্ব থেকে সরে এসে সিপিএম বার বার অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে। অস্থীরতা আরো বাড়ানোর চেষ্টা এই পরিস্থিতিতে চালাচ্ছে সিপিএম। সংখ্যা কমলেও তাদের উদ্দেশ্য থেকে তারা সরে আসেনি বলে জানান মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। ভাইরাস ছাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা না নিয়ে মানুষকে বাঁচানোর বার্তা দেন তিনি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি। হিংসাকে জিগির দেওয়ার জন্য এই কাজ করে যাচ্ছে সিপিএম বলে জানান তিনি। মানুষ সব দেখছে । তারা সময়ে এই দায়িত্ব ছিনিয়ে নেবে তাদের কাছ থেকে বলে জানান মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য।
সিপিএম দল সর্ব ভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসাবে রাজ্যে বিক্ষোভ সমাবেশ করে। কিন্তু তাঁর পূর্ব থেকে প্রচার চালানো হচ্ছে এই কর্মসূচী বাঞ্চাল করতে বিজেপি ভূমিকা নিচ্ছে। এটা কতটা মিথ্যা এদিনের ঘটনা থেকে তা স্পষ্ট । বাঞ্চাল করার চেষ্টা থাকলে তারা কর্মসূচী করতে পারত না। ক্রমশ অপ্রাসঙ্গিক দল পুরনো কায়দায় বিভ্রান্তী সৃষ্টি করে অশান্তি জিইয়ে রাখতে চাইছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করেন বিজেপি-র মুখপাত্র প্রবীর চক্রবর্তী।