আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আবারও গুরুতর অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অগাস্ট।। আইজিএম আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আবারও গুরুতর অভিযোগ উঠেছে।চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভে ফুঁসছেন রোগী এবং সাধারন মানুষ জন। সংবাদ সূত্রে জানা গেছে প্রতাপগড় এর সুনিল শর্মা নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে আইজিএম হাসপাতালে আসেন।

আইজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করেন। নিয়ম অনুযায়ী রেফার করা রোগীকে আইজিএম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে জিবিতে পাঠানোর কথা।কিন্তু পরিতাপের বিষয় হলো আইজিএম হাসপাতালে রেফার এরপর দীর্ঘ তিন ঘন্টা ওই রোগী অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেন।তিন ঘণ্টা অপেক্ষা করার পরও অ্যাম্বুলেন্স না পেয়ে শেষ পর্যন্ত অন্যান্য দেশের সহযোগিতায় অপর একটি গাড়িতে করে রোগী হাসপাতালে যায়।

ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের লোকজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।আইজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দেওয়ার দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এ ধরনের কাজকর্ম চলছে বলে অভিযোগ। এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা সম্পর্কে বারবার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সচেতন হচ্ছে না।

প্রায় প্রতিদিনই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।বর্তমান করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে আইজিএম হাসপাতালে চিকিৎসা করাতে ছুটে আসেন সাধারণ রোগীরা।কিন্তু আইসিএম হাসপাতালে যে ধরনের চিকিৎসা পরিসভা পাওয়ার প্রত্যাশা করেন রোগী ও সাধারন জনগন সেই প্রত্যাশা পূরণে আইজিএম হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রা সম্পূর্ণভাবে ব্যর্থ বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রোগী ও তাদের পরিবারের লোকজন একদিকে যেমন রাজ্য স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ,অন্যদিকে রোগী কল্যাণ সমিতির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?