স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ অগাস্ট।।উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিককে আটক করা যায়নি। পুলিশের আনাগোনা লক্ষ্য করে বাড়ির মালিক পালিয়ে গেছে বলে অনুমান পুলিশের।
এ ব্যাপারে ধর্মনগর থানায় একটি সুনির্দিষ্ট মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। উল্লেখ্য নেশাজাতীয় ট্যাবলেট বেআইনিভাবে প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।এসব নেশাজাতীয় ট্যাবলেট হে যুব সমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে।রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করলেও নানা কৌশলে তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে।
নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। ধর্মনগর থানার পুলিশ নেশা বিরোধী অভিযান আরো জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে বলে ধর্মনগর থানার ওসি মিলন তথ্য জানিয়েছেন।ধর্মনগর থানা এলাকা তে নেশা মুক্ত করার উদ্যোগ নেই পুলিশ কাজ করে চলেছে বলেও তিনি জানিয়েছেন।