পুলিশ মামলা নিল বিরোধী দলনেতা সহ সিপিএমের শীর্ষ নেতাদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। করোনা-র প্রকোপের মাঝে সমস্ত আইন ভেঙ্গে সভা করার দায়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছে| তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে|প্রসঙ্গত, বুধবার আগরতলায় করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির আদ্যশ্রাদ্ধ করেছে সিপিএম|

১৬ দফা দাবি আদায়ের নামে হাজার হাজার মানুষকে অনিশ্চিত ঝুকির মুখে ঠেলে দিয়েছে ত্রিপুরায় প্রধান বিরোধী দল| প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে গান্ধিঘাট-এ কয়েকশ মানুষ জড়ো করে দীর্ঘ সময় ভাষণ দিয়েছেন| তাতে, করোনা-র বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করা ভুল হবে না|

পুলিশ গতকাল রীতিমত সিপিএমের অন্যায় আবদারের কাছে আত্মসমর্পণ করেছে বলেই মনে হয়েছে| বিরোধী দলনেতা সহ কয়েকজনকে গ্রেফতার করার কয়েক মুহুর্তের মধ্যেই জনরোষের মুখে পরে সকলকেই ছেড়ে দিয়েছিল ত্রিপুরা পুলিশ| ফলে, মানিক সরকার ও সিপিএম নেতারা মুক্তি পেয়ে পুলিশের গাড়ি থেকে নেমে বীরদর্পে আস্তানায় ফিরে গেছেন| তবে, আজ পশ্চিম আগরতলা থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে|

পশ্চিম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, করোনা-র প্রকোপের মাঝে কোন ধরনের সভা-সমাবেশ করায় নিষেধাজ্ঞা রয়েছে, তা গত মঙ্গলবার চিঠি দিয়ে সিপিএম পার্টি-কে জানানো হয়েছে| তারপর গতকাল তারা সভা করেছেন| অস্থায়ী মঞ্চে দাড়িয়ে জনগনের উদ্দেশ্যে বিরোধী দলনেতা ভাষণ দিয়েছেন| তাই, বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী উপনেতা বাদল চৌধুরী, পবিত্র কর, মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে| পুলিশ সুপারের কথায়, গতকাল আগরতলা সিপিএম পার্টির নেতৃবৃন্দ এপিডেমিক ডিসিজ এক্ট এবং ত্রিপুরা পুলিশ এক্ট উলংঘন করেছেন|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?