স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অগাস্ট।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম প্রতাপগড়-এ প্রানতোষ সরকারের বাড়িতে দুষ্কৃতীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে।দুষ্কৃতিকারীদের হামলার হাত থেকে রক্ষা পাননি বৃদ্ধাও। দুষ্কৃতীদের হামলায় আহত বৃদ্ধাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম প্রতাপগড় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাতে একদল দুষ্কৃতী পশ্চিম প্রতাপগড় এর প্রান্তর সরকারের বাড়িতে হানা দেয়।
প্রানতোষ সরকারের বাবা রেশন ডিলার। প্রানতোষ তার বাবার সঙ্গেই রেশন শপে কাজ করে।বিগত বিধানসভা নির্বাচনের আগে প্রানতোষ এর বাবা তৎকালীন শাসকদল সিপিআইএমের সমর্থক ছিলেন।তবে সরকার বদল এরপর তারা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখেন নি।বুধবার রাতে কুড়ি-পঁচিশ দুষ্কৃতিকারী তাদের বাড়িতে চড়াও হয় সিপিএম এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। তারা প্রান্তর সরকারের একটি বাইক ভেঙ্গে চুরমার করে দিয়েছে।
এছাড়া ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে চুরমার করেছে।রাজধানী আগরতলা শহর সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের এ ধরনের আস্ফালনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে শাসকদলের বিরুদ্ধে।অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় জনগণের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।