স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২৭ অগাস্ট।। করোনা ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তে রীতিমতো আতঙ্কগ্রস্ত কুমারঘাট এবং পাবিয়াছড়া বাজারের ব্যবসায়ীরা।করোনা মোকাবিলায় কুমারঘাট মার্চেন্ট এসোসিয়েশন ও পাবিয়াছড়া বাজার কমিটির যৌথ উদ্যোগে আগামী তিনদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।পাপিয়া ছড়া এলাকায় গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে।
বাজারে যেসব লোকজন আসেন তারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না এমনকি অনেকে মাক্স ব্যবহার করছেন না। তাতে ক্রেতাদের যেমন স্বাস্থ্য নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে ঠিক তেমনি বিক্রেতারাও প্রশ্ন চিহ্নে দাঁড়িয়েছেন।পরিস্থিতি বিবেচনা করেই কুমারঘাট মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং পাবিয়াছড়া বাজার কমিটির কর্মকর্তারা বৈঠকে বসেন।
বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় করুনা পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবসায়ীদের দায়িত্ব রয়েছে। সে কারণেই তারা আগামী তিনদিন বাজার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে। ক্রেতা এবং বিক্রেতা উভয় কে এ সিদ্ধান্ত মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।