স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ অগাস্ট ।। সুপ্রিম কোর্টের রায় মেনে ১০৩২৩ শিক্ষকদের অবিলম্বে চাকুরীতে নিয়োগের জোরালো দাবি জানিয়েছে চাকরিচ্যুত শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান।চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হয় প্রায় একমাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কে বলেছে চাকুরিচ্যুতদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য।
রাজ্য সরকার এতদিন চাকর ছোটদের বলে আসছিল সুপ্রিমকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে সরকার।কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরও রাজ্য সরকার যা করছে তাদের বিকল্প ভাবে নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাতে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ এর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তাদের ক্ষোভ ও অসন্তোষ এর বহিঃপ্রকাশ করতে শুরু করেছে।
বৃহস্পতিবার প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে রাজ্য সরকার তাদের চাকরিতে নিযুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে তারা বাধ্য হয়ে বিকল্প আন্দোলনের পথে নামতে শুরু করবে।রাজ্য সরকার তাদের বিষয়টি মানবতা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করবে বলে তারা আশা ব্যক্ত করেছেন।