স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।।রাজধানীর কামান চৌমুহনীস্থিত বিবেকানন্দ মার্কেটে নগর উন্নয়ন দপ্তর থেকে বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েগেছে। শিলান্যাসও হয়ে গেছে।
এরই মধ্যে প্রতিবাদে সরব হল রাজধানীর একাংশ ব্যবসায়ী। বুধবার এই ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের সহকারী কমিশনারের নিকট ডেপুটেশানে মিলিত হয়। এই ব্যবসায়ীদের অভিযোগ পূর্বতন সরকারের সময় তাদেরকে বিবেকানন্দ মার্কেটে স্টল নির্মাণ করে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল।
তাদের কাছে কাগজপত্রও রয়েছে। কিন্তু পূর্বতন সরকার কিছুই করেনি। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর তারা আশায় ছিল হয়তো এইবার তাদের স্টল নির্মাণ করে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সেই জায়গায় বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের বক্তব্য বহুতল আবাসন নির্মাণে তাদের কোন আপত্তি নেই। কিন্তু আবাসনের নিচু তলায় তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।