স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ আগস্ট।। পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের প্রথম ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর চন্দ্রপুর আই এস বি টি –র কনফারেন্স হলে। এই সম্মেলন আরো আগে করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগে সম্মেলনের কাজ সম্পাদন করা যায়নি।
রাজ্যের সমস্ত জেলাতে সংগঠন কাজ করছে। বর্তমানে করোনা কালে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকেরা। বিশেষত অটো শ্রমিকেরা। গাড়ি চলাচল করতে এখন নাম্বার পেতে অসুবিধা হচ্ছে। একই সঙ্গে যাত্রী পাওয়া যাচ্ছে না। এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পেতে পারে শ্রমিকেরা তা নিয়ে পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলা হবে।
গাড়ির ইনস্যুরেন্স প্রদানের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি জানানো হবে। ফিটনেস সঠিক সময়ে দেওয়া যায়নি। এই ফাইনে ছাড় দেওয়ার দাবি জানানো হবে মন্ত্রীর কাছে। তবে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত শ্রমিকদের স্বার্থে নেওয়া হয়েছে।
তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানায় শ্রমিকেরা। আগামী দিনে ভাড়া বৃদ্ধি করার পাশাপাশি সি এন সি-র দাম যাতে কমানো হয় সেই দাবিকে সামনে রেখে সম্মেলন সংগঠিত করা হচ্ছে বলে জানান বি এম এস-এর প্রদেশ সাধারন সম্পাদক অসীম দত্ত। এদিন পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের নতুন কমিটি গঠন করা হয়।