স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৬ আগস্ট।। সম্পত্তি নিয়ে সংঘর্ষের জেরে চাপা উত্তেজনা বিরাজ করছে বিশালগড়ের নোয়াপাড়া এলাকায়। হামলা চালানো হল স্থানীয় পঞ্চায়েত মেম্বার জারিয়া নেশার বাড়িতে। আক্রান্ত পঞ্চায়েত মেম্বার জারিয়া নেশা সহ ওনার শশুর রকমত আলী।
ঘটনার বিবরণে জানা যায় কিছুদিন পূর্বে নোয়াপাড়ার বাসিন্দা কেরামত আলীর থেকে জায়গা ক্রয় করেছিলেন এলাকার বাসিন্দা রহমত আলীর ছেলে বাবুল মিয়া। জায়গা ক্রয় করার সময় ৪ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। জায়গা বিক্রির কয়েকদিন পর কেরামত আলি মারা যান।
বুধবার সকালে স্থানীয় পঞ্চায়েত মেম্বার জারিয়া নেসা এলাকার কিছু লোক দিয়ে কেরামত আলী থেকে ক্রয় করা জায়গাতে কাজ শুরু করলে কেরামত আলীর ছেলে জসীম উদ্দীন বাধা দেয়। এবং সে সাঙ্গপাঙ্গ নিয়ে জারিয়া নেসার বাড়িতে হামলা চালায়।
ভেঙে ফেলা হয় বাড়ির সকল আসবাপত্র। মারধার করা হয় বাড়ির লোকজনদের। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে জসীমউদ্দীন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জারিয়া নেসা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ঘটনার সম্পর্কে জানান।