স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ আগস্ট।। মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন ডাঃ শৈলেশ কুমার যাদব। এদিন বিদায়ী জেলা শাসক সন্দীপ এন মাহাত্ম্যের কাছ থেকেদায়িত্বভার গ্রহণ করেন তিনি। ডাঃ শৈলেশ কুমার যাদব এর আগে আগরতলা পুর নিগমের কমিশনার পদে ছিলেন। সেখান থেকে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে।
একই সঙ্গে তিনি স্মার্ট সিটি লিমিটেডের সিইও-র দায়িত্বে থাকবেন। গত ১৩ আগস্ট প্রশাসনিক স্তরে এই রদবদলের তালিকা প্রকাশ করা হয়। অন্যদিকে বিদায়ী জেলা শাসক সন্দীপ এন মাহাত্ম্যেকে নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা করা হয়েছে। একই সঙ্গে তিনি আরবান ডেভলাপমেন্টের সিইও এবং স্কিল ডেভেলপমেন্ট এর অধিকর্তা হিসাবে দায়িত্ব প্রতিপালন করবেন। পচিম ত্রিপুরার বিদায়ী ও নবাগত জেলা শাসককে সংবর্ধনা জ্ঞাপন করেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। পুস্কস্তবক, স্মারক ও একটি ছবি তুলে দেন তিনি।
পরে দায়িত্ব ভার গ্রহণ করে নতুন জেলা শাসক ডাঃ শৈলেশ কুমার যাদব বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলির সুবিধা যাতে সাধারন মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া যায় তাঁর দিকে বিশেষ নজর দেবেন তিনি। একই সঙ্গে সমাজের দুর্বল অংশের মানুষকে বেশী প্রধান্য দেওয়া হবে। মানুষের বিশ্বাসের মাধ্যমে কাজ গুলি সুষ্ঠভাবে সম্পাদন করার বিষয়ে জানান ডাঃ শৈলেশ কুমার যাদব।