স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ আগস্ট।। বুধবার রাধারানীর অষ্টমী তিথিতে রাজ্যবাসী মঙ্গল কামনার্থে মঠচৌমুনীস্থিত ইসকন মন্দিরে যান প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা।
তিনি এদিন রাজ্যবাসীর মঙ্গলে জন্য পুজো দিয়ে বলেন, তিনি এদিন ভগবানের কাছে প্রার্থনা করেছেন যাতে রাজ্যবাসী এবং দেশবাসী বিষাক্ত করোনা ভাইরাস থেকে সহসাই মুক্তি পায়। এদিকে উপস্থিত মুখ্যমন্ত্রীর জায়া নিতি দেব বলেন, নারীশক্তি বিনা পুরুষ অসম্পূর্ণ। সমস্ত শক্তি এবং মানসিক শক্তি একমাত্র নারীরা পুরুষদের দিতে পারে।
তাই এ রাধারানী অষ্টমী তিথিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি। তিনি আরো বলেন নতুন প্রজন্ম দ্বারা সমাজ গড়তে হবে। যাতে আগামী দিনের সমাজ শক্তিশালী হয় বলে জানান তিনি।