স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ রাজ্যের আরও বেশি সংখ্যক লোককে বিভিন্ন উন্নয়নমূলক খাতে স্বউদ্যোগের কর্মকান্ডের প্রতি উদ্ভূদ্ধ ও উৎসাহিত করার জন্য রাজ্য সরকার পুরষ্কারের ঘোষণা করেছে৷ বিশেষ করে যুব সম্প্রদায়কে তাদের উন্নত কর্মকান্ড ও উদ্ভাবনের জন্য এই পুরষ্কার দেওয়া হবে৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷
মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, পুরষ্কারগুলিতে প্রত্যেককে নদগ ২০ হাজার টাকা এবং সম্মাননা প্রদান করা হবে৷ প্রতি বছরই এই পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হবে৷ পুরষ্কার গুলির মধ্যে রয়েছে, গুড সামারিটান এওয়ার্ড, সেরা স্টাট্যাপ উদ্যোক্তা পুরষ্কার, সেরা উদ্যোক্তা পুরষ্কার দেওয়া হবে কৃষি এবং উদ্যান, ফিসারি, পশুপালন, গ্রামীণ শিল্পের মত হস্ততাঁর এবং হস্তকাঁরু, মৌমাছি পালন, সেরা মোবাইল অ্যাপ এওয়ার্ড এবং সেরা সমবায় সমিতি পুরষ্কার৷ পুরষ্কার গুলি সম্পর্কে বিশদে বলতে গিয়ে, আইনমন্ত্রী জানান, গুড সামারিটান এওয়ার্ডের উদ্দেশ্য হল, রাজ্যের অথবা বাইরের লোকদের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করার জন্য উৎসাহিত করা৷
সেরা স্টাট্যাপ পুরষ্কারের উদ্দেশ্য হল, শিল্পের ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসতে এবং যুবকদের দৃষ্টি আকর্ষণ করা৷ সেরা মোবাইল অ্যাপ এওয়ার্ডের উদ্দেশ্য হল, আমাদের রাজ্যকে আরও গতিশীল করতে যুবকদের ডিজিট্যাল প্ল্যাটফর্মে আরও বেশি যুক্ত হতে উৎসাহিত করা৷ সেরা সমবায় সমিতি পুরষ্কারের উদ্দেশ্য, সমবায় সমিতিগুলিকে সাধারণ গ্রামীণ মানুষের জন্য কাজ করতে উৎসাহিত করা৷