স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ আগস্ট।। উদয়পুর শহরের ব্যস্ত তম এলাকা জামতলা। টাউন হল থেকে জামজুড়ি,কাকড়াবন, মীর্জা তুলামুড়াগামী অটো, মারুতি, ইকো, বোলেরো গাড়ির স্ট্যান্ড।
এই সদা ব্যস্ত এলাকায় এভাবেই প্রতিনিয়ত এই গবাদি পশু গুলো পুরো রাস্তা দখল করে যানবাহন, পথচলতি নাগরিক এবং বাইক, সাইকেল আরোহী প্রত্যেকের চলার পথে ব্যাঘাত সৃষ্টি করে। উদয়পুর ট্রাফিক দপ্তরের নাকের ডগায় এই ঘটনা প্রায়শই ঘটলেও দপ্তরের কর্মীরা দেখেও না দেখার ভান করে পাশ কেটে চলে যান।
ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করায় এস ডি পি ও গিয়ে নিজে গাড়ি আটকাতে পারেন, অথচ এই বিষয়ে উনি নীরব ভূমিকা পালন করে চলেছেন । ট্রাফিক দপ্তর এবং এস ডি পি ও র উচিত গবাদি পশুর মালিক কে খুঁজে বের করে আগামী দিন থেকে যেন এরকম না হয় তার উদ্যোগ গ্রহন করা। অন্যথায় জরিমানা আদায় করা।